ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্স-এর হাতে আটক হওয়া বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাউ দেশে ফিরেছেন। বুধবার সকালে দেশে ফেরেন তিনি। পূর্ণম কুমার সাউ ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার দেশের ফেরার খবরে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক্স-এ লিখেছেন, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবর জেনে আমি খুশি। হুগলির রিষড়ায় তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম আমি। তার স্ত্রীকে তিনবার ফোন করেছি। পাহেলগামের ঘটনার পরের দিন, ২৩ এপ্রিল সাউ পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে প্রহরা দেওয়ার সময়ে ভুল করে পাকিস্তানের মাটিতে চলে গিয়েছিলেন। তখনই তাকে পাকিস্তানের রেঞ্জার্স আটক করে। বিএসএফ তখন জানিয়েছিল, ২৩ এপ্রিল তারিখের দুপুরে ভারতীয় কৃষকদের প্রহরার দায়িত্ব ছিল তার। একটি...
আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল পাকিস্তান
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান ইস্যুতে অবশেষে মুখ খুললেন সৌদি যুবরাজ
অনলাইন ডেস্ক

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রয়াসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকে প্রশংসা করেছেন সৌদি আরবেরযুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার (১৪ মে) রিয়াদে অনুষ্ঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সম্মেলনে তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানান। ক্রাউন প্রিন্স বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি আমরা স্বাগত জানাই। আমরা তাদের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির আশা করি এবং দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, জিসিসি এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কেবল উপমহাদেশ নয়, গাজা ভূখণ্ডের চলমান সংকট নিরসনের দিকেও গুরুত্বারোপ করেন। আরও পড়ুন পাকিস্তানে ভারতের হামলা, স্পষ্ট বার্তা ফ্রান্সের ০৭ মে,...
ডাকাতির সময় এই সেলিব্রেটি হোটেল থেকে লাফ দিতে চেয়েছিলেন
অনলাইন ডেস্ক

২০১৬ সালে প্যারিসে একটি বিলাসবহুল হোটেলে শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি ঘটেছিল। এ দাবি ফরাসি গণমাধ্যমের। ঘটনার পর পুলিশ ২০১৭ সালের জানুয়ারিতে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগের বয়স ছিল ৬০-এর ওপরে। তাই তাঁদের গ্র্যান্ডপা রবার্স নাম দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। ৭১ বছর বয়সী এক ডাকাত, নাম, ইউনিস আব্বাস ডাকাতির পরে একটি বইও লিখেছেন। ২০২১ সালে প্রকাশিত বইটির নাম বাংলায়আমি কিম কারদাশিয়ানকে অপহরণ করেছি। আরও পড়ুন আরও পড়ুন বিশ্বের গরিব প্রেসিডেন্টকে সমাহিত করা হলো প্রিয় কুকুরের পাশে ১৪ মে, ২০২৫ এ বইতে জানান, সেই হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন টিভি তারকা ও ব্যবসায়ী কিম কারদাশিয়ান। এবার সেই ঘটনার বিচারে ফ্রান্সের আদালতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডাকাতির সময় তাঁকে অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছিল...
উত্তেজনার মাঝেই ভারত-পাকিস্তানকে ‘একসঙ্গে নৈশভোজের’ আহ্বান জানালেন ট্রাম্প
অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতির পর এখনো ভারত-পাকিস্তানজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানকে একসঙ্গে নৈশভোজের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি। মূলত উত্তেজনা পরিস্থিতি এড়াতে এমন প্রস্তাব দেন ট্রাম্প। এ সময় তার হস্তক্ষেপে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে বলে ফের দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, কয়েকদিন আগে আমরা একটি ঐতিহাসিক যুদ্ধবিরতিতে পৌঁছেছি। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারত এবং এই সংঘাত দিন দিন আরও বড় হয়ে উঠছিল। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পেছনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেন, জেডি ভ্যান্স এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর