রংপুর নগরীর বেতপট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে লক্ষ্মী জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে সংঘটিত এ ঘটনায় দোকান মালিক প্রায় দেড় কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন। জানা গেছে, একদল নারী প্রতারক দুটি দলে বিভক্ত হয়ে দুপুরে দোকানে প্রবেশ করে। তারা গহনা দেখার ছল করে কর্মচারীদের নানা কৌশলে ব্যস্ত রাখে এবং কয়েকবার গহনা ওয়াশের কথা বলে একজন কর্মচারীকে বাইরে পাঠায়। এই সুযোগে ক্যাশ কাউন্টারের পাশে থাকা স্বর্ণের স্টক বক্সটি চুরি করে নিয়ে যায় তারা। দোকান মালিক অনিন্দ বসাক জানান, ঘটনার সময় দোকানে তিনজন কর্মচারী থাকলেও তারা কিছু বুঝতে পারেননি। বিকেল ৩টার দিকে আমি বিষয়টি টের পাই এবং সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই যে প্রতারকচক্র স্বর্ণ নিয়ে পালিয়েছে। তিনি আরও বলেন, চুরি হওয়া স্বর্ণের ওজন এক শর...
গহনা দেখতে এসে ১০০ ভরি স্বর্ণ চুরি
অনলাইন ডেস্ক

লাউ বীজ উৎপাদন করে ভাগ্য বদলাতে চায় তিস্তা চরের কৃষকরা
সুজন আহম্মেদ, গঙ্গাচড়া(রংপুর)

রংপুরের গঙ্গাচড়ায় বালুচরে লাউ চাষ করে ভাগ্য ফিরেছে তিস্তাপাড়ের কৃষকরা। বর্ষায় ভাঙন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুচর উত্তরের তিস্তার এমন চিত্র যুগের পর যুগ। এসব প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে বালুচরে লাউয়ের বীজ উৎপাদন করে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাকের ভাগ্য বদলেছে প্রায় অর্ধশতাধিক কৃষকের। কয়েক বছর আগেও পরিবার নিয়ে যারা অভাবে দিন কাটাতো এখন তারাই সবজি বীজ উৎপাদন করে স্বচ্ছলতার দেখা পেয়েছেন। লাউ বিক্রয়ের চেয়ে বীজে ৬ থেকে ৭ গুণ বেশি লাভ হয় বলে জানান কৃষকরা। উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ৬শ হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়েছে। এর মধ্যে ৩০ হেক্টর জমিতে বীজ লাউ আবাদ হয়েছে। কৃষকরা আবাদকৃত জমিতে বারি লাউ-৪ এবং ক্ষেতলাউসহ বিভিন্ন হাইব্রিড জাতের লাউ আবাদ করেছেন। সরেজমিনে উপজেলার চর ছালাপাক এলাকায় গিয়ে দেখা যায়,...
ময়মনসিংহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গোপীনগর গ্রামের শহীদ মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও জাকির হোসেনের ছেলে আলিফ মাহমুদ (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো ভাই-বোন। হালুয়াঘাট থানার ওসি রাজন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে একটি ডোবার কাছে তারা খেলছিল। অনেক সময় পরও বাড়িতে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে তাদের মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। News24d.tv/কেআই
কলেজের গেটে প্রসব বেদনায় কাতর, সন্তান ভূমিষ্ঠের পর হাসপাতালেই দিলেন অনার্স পরীক্ষা
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সন্তান প্রসবের পর হাসপাতালেই অনার্স (সম্মান) পরীক্ষা দিলেন হাজেরা খাতুন নামে এক তরুণী। আজ বুধবার (১৪ মে) দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। হাজেরা খাতুন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী এবং হাতীবান্ধা সরকারী আলীমুদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণির পরীক্ষার্থী। হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্র জানায়, ৫ বছর সংসার জীবনে এক মেয়ে সন্তানের জননী হাজেরা খাতুন সংসারের পাশাপাশি লেখা পড়া চালিয়ে যাচ্ছেন। স্বামীর বাড়িতে থেকেও সম্মান শ্রেণিতে পড়তেন। গর্ভে সন্তান নিয়ে সকল পরীক্ষা শেষে আজ বুধবার ছিল ব্যবহারিক পরীক্ষা। স্বামীসহ অটোরিকশা যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেকে হাতীবান্ধা সরকারী আলীমুদ্দিন কলেজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর