রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার ১৯টি অস্থায়ী পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বসবে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বসবে ৯টি অস্থায়ী হাট। ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করা যাবে। অস্থায়ী ১৯টি হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় স্থায়ী গাবতলী হাট এবং দক্ষিণ সিটির আওতায় স্থায়ী সারুলিয়া হাটেও কোরবানির পশু ক্রয়-বিক্রয় হবে। এ হিসেবে এবছর ঈদুল আজহায় রাজধানী ঢাকায় কোরবানির পশু কেনা-বেচার জন্য মোট ২১টি স্থানে হাট থাকবে। এছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়ায় এবার পশুর হাট বসবে না। ডিএনসিসির (ঢাকা উত্তর) অস্থায়ী ১০টি হাট ভাটারা সুতিভোলা...
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট
অনলাইন ডেস্ক

সেই রাতে সাম্যর সঙ্গে আসলে কী ঘটেছিল, জানালেন বন্ধু
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান থেকে মঙ্গলবার দিনগত (১৩ মে) একটি মোটরসাইকেলে ক্যাম্পাসে ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) ও তার দুই বন্ধু। পথে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলের দুতিন আরোহী ও তাদের সঙ্গে থাকা আরও দুতিনটি মোটরসাইকেলের আরোহীসহ মোট ১০-১২ জনের সঙ্গে শাহরিয়ারদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের মারতে শুরু করেন। তারাও আত্মরক্ষার সর্বোচ্চ চেষ্টা করেন। এর মধ্যেই সাম্যকে ছুরিকাঘাত করা হয়। সাম্যর সঙ্গে থাকা বন্ধু আশরাফুল আলম রাফি ঘটনার এমন বর্ণনা দেন। বুধবার (১৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাফি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। নিহত সাম্য একই শিক্ষাবর্ষে...
শাহবাগ ছাড়লেন নার্সিং শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ মোড় অবরোধের মাধ্যমে দুপুর থেকে আন্দোলন করছিলেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। যদিও অবরোধের সাড়ে ৬ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। এতে যানচলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার পর পুলিশ এসে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলে। পরবর্তীকালে শিক্ষার্থীরা কোনো ঘোষণা ছাড়াই শাহবাগ মোড় থেকে সরে যান। এর আগে দুপুর ২টা ১০ মিনিটে উচ্চ মাধ্যমিকের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন শাহবাগসহ আশপাশের সড়কে চলাচলরত যাত্রীরা। বাধ্য হয়ে অনেকেই আশপাশের সড়ক ব্যবহার...
নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যানজটে নাকাল রাজধানীবাসী
অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুর থেকে তাঁদের এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে রাজধানীর বড় অংশজুড়ে যানজট দেখা দিয়েছে। এর পর বৃষ্টি এই ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার বেলা দুইটার পর তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে আজ দুপুর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়ক অবরোধ করে রাখেন। এমন পরিস্থিতিতে শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, কারওয়ান বাজার, ফার্মগেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর