বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৫ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত। news24bd.tv/এআর
তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।এই উচ্ছেদ অভিযান ভেঙে ফেলা হয়েছে অস্থায়ীসহ স্থাপনা। সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন সব দোকানপাট গুড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। এসময় ব্যবসায়ীরা তাদের কিছু জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। অভিযানে বিপুল সংখ্যক আনসার সদস্য, পুলিশ এবং উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়।...
ইশরাক শপথ না পড়া পর্যন্ত অবস্থান থেকে নড়বেন না তারা
নিজস্ব প্রতিবেদক
ইশরাক হোসেনকেঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ভোটাররা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে নির্ধারিত সময়ের আগেই স্লোগান দিতে দিতে নগর ভবনের সামনে আসেন দলীয় নেতাকর্মীসহ দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ মানুষ। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত মেয়র পদে আসিন না হবে ততক্ষণ পর্যন্তই তাদের অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। এর আগে গতকাল বুধবার দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি করে তারা। তাদের অভিযোগ, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে নানামুখী সমস্যায় নগরবাসী৷ এদিকে গেলো মাসের ২৭ এপ্রিল গেজেট প্রকাশিত হলেও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়েননি বিএনপি নেতা ইশরাক হোসেন।তারই ধারাবাহিকতায় নগরবাসীর দাবি পূরণের লক্ষ্যে আজ এই দিনব্যাপী অবস্থান কর্মসূচি।...
সেই রাতে সাম্যর সঙ্গে আসলে কী ঘটেছিল, জানালেন বন্ধু
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান থেকে মঙ্গলবার দিনগত (১৩ মে) একটি মোটরসাইকেলে ক্যাম্পাসে ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) ও তার দুই বন্ধু। পথে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলের দুতিন আরোহী ও তাদের সঙ্গে থাকা আরও দুতিনটি মোটরসাইকেলের আরোহীসহ মোট ১০-১২ জনের সঙ্গে শাহরিয়ারদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের মারতে শুরু করেন। তারাও আত্মরক্ষার সর্বোচ্চ চেষ্টা করেন। এর মধ্যেই সাম্যকে ছুরিকাঘাত করা হয়। সাম্যর সঙ্গে থাকা বন্ধু আশরাফুল আলম রাফি ঘটনার এমন বর্ণনা দেন। বুধবার (১৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাফি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। নিহত সাম্য একই শিক্ষাবর্ষে...