জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাটডাউন ঘোষণা করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, সরকারকে বলবো আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। দাবি মেনে নিলে শিক্ষার্থীদের নিয়ে দুই মিনিটে কাকরাইল ছেড়ে ক্যাম্পাসে চলে যাবো। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় কাকরাইল মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, সরকারকে বলবো আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। দাবি মেনে নিলে শিক্ষার্থীদের নিয়ে দুই মিনিটে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে চলে যাবো। যদি দাবি না মানা হয় তাহলে রাস্তা থেকে আমাদের কেউ সরিয়ে দিতে পারবে না। আমি আরও বলছি, আমাদের সব শিক্ষক ও শিক্ষার্থী রাস্তায়, তাই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। ওই ক্যাম্পাস বন্ধ থাকুক, শাটডাউন থাকুক। এর আগে বিকেলে অধ্যাপক রইস উদ্দিন বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের...
‘এক শর্তে’ দুই মিনিটেই কাকরাইল ছেড়ে ক্যাম্পাসে ফিরবেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক

ইউক্যালিপটাস ও আকাশমনির চারা রোপণ নিষিদ্ধ করলো সরকার
অনলাইন ডেস্ক

ইউক্যালিপটাস ও আকাশমনির চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একই সঙ্গে দেশীয় প্রজাতির ফলদ-বনজ-ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো। এসব আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।...
বাড়ছে এডিস মশার প্রকোপ, ঘনত্ব জরিপ বন্ধ
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি বৃষ্টির প্রভাবে বেড়েছে এডিস মশার প্রকোপ। যদিও ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপস্থিতি এখনো বেশি না। তবুও স্বস্তিতে থাকার অবস্থা নেই বলে জানিয়েছেন কীটতত্ববিদরা। তারা বলছেন, থেমে থেমে বৃষ্টি এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ তৈরি করে। এতে, যে কোন সময়ে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেতে পারে। তবে, ঢাকার দুই সিটির স্বাস্থ্য অধিদপ্তরের এডিস মশার ঘনত্ব জরিপ বন্ধ থাকায় এই জীবাণুর গতিবিধি অজ্ঞাত থাকছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। সেখানকার পরিসংখ্যান বলছে, এখন এই হাসপাতালে রোগী ভর্তি আছে ১৪ জন। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মধ্যে এই বছরে এই হাসপাতালেও সবচেয়ে বেশি ছয় জন মারা গেছে। যদিও এই হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশ দেশের দক্ষিণের জেলা থেকে ঢাকার প্রতিটি হাসপাতালে কমবেশি ডেঙ্গু রোগী চিকিৎসা...
এনআইডি সেবা নিয়ে সতর্ক করল ইসি
অনলাইন ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ফেসবুক পেজ/ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে এনআইডিসংক্রান্ত সেবা প্রদানের নামে প্রলুব্ধ করে প্রতারণার ঘটনা ঘটছে, যা অনাকাঙ্ক্ষিত। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) কর্তৃক পরিচালিত ন্যাশনাল আইডি কার্ড পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর