আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত (১৫ মে) সাড়ে ১০টা থেকে ১৬ মে সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু অংশে একাধিকবার বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে, খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া এবং মেহেরপুরে রাত ১০টা থেকে বৃষ্টি শুরু হয়ে আগামী তিনটা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঢাকা বিভাগের দক্ষিণ অংশে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের ওপর বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগে রাতের দিকে রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলার উপর হালকা বৃষ্টিপাত হতে পারে।...
বজ্রসহ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস, রাতেই হতে পারে ভারী বর্ষণ
অনলাইন ডেস্ক

বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে জাপান
অনলাইন ডেস্ক

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভের (বিগ-বি) আওতায় জাপান বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে আরও জোরালোভাবে যুক্ত হবে। একই সঙ্গে জাপানি উৎপাদনকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য উৎসাহিত করবে দেশটি। এক কথায় জাপান মুক্ত ইন্দো-প্যাসিফিক এবং বিগ-বি উদ্যোগের আওতায় এ অঞ্চলের টেকসই উন্নয়ন দেখতে আগ্রহী। বৃহস্পতিবার (১৫ মে) টোকিওতে অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এ জাপানের পক্ষ থেকে এ সব আশ্বাস তুলে ধরা হয়। আলোচনায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি অংশ নেন। সভায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতভিত্তিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা...
মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করলো নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’
অনলাইন ডেস্ক

আগামী ২০-২৪ মে মালয়েশিয়ার লানকিয়েতে অনুষ্ঠিতব্য সেভেনটিনথ লানকিয়ো ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন-২০২৫(এলআইএমএ-২০২৫) এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ চট্টগ্রাম ত্যাগ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে। এ উপলক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময় জাহাজটিকে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। পাঁচদিন...
জাপান মাত্র ১৫ বছরে ঘুরে দাঁড়িয়েছিল, আমাদের সঠিক নীতি প্রয়োজন: ড. আনিসুজ্জামান
অনলাইন ডেস্ক

বাংলাদেশ অর্থনৈতিক ঝুঁকি থাকা সত্ত্বেও স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞএমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বনানীতে সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ (এমএমআই) শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, উন্নয়নের জন্য অতিরিক্ত সংস্কার নয়, প্রয়োজন সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়নে সমন্বয়। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, জাপান মাত্র ১৫ বছরে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এশিয়ার আরও অনেক দেশও ১০১৫ বছরের ব্যবধানে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছে। তিনি অভিযোগ করেন, আগের সরকারগুলো এ বিষয়ে সুস্পষ্ট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর