কড়ি চালানোয় ৩২ গোখরার সন্ধান

৩২ বিষধর গোখরা

কড়ি চালানোয় ৩২ গোখরার সন্ধান

রুহুল আমিন, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামে সাদেক শেখ নামে এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। সাপগুলো দেখতে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় করছে।

কৃষক সাদেক শেখের ছেলে হালিম জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে বিষধর গোখরা সাপের খোসা দেখতে পাওয়া যায়। এরপর সাপুড়ে সন্ধান করতে থাকি।

একপর্যায়ে রোববার সকালে সাপুড়ে এসে ঘর খোঁড়ার কাজ শুরু করি। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোণ থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করা হয়।

সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেকগুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা গেলেও মা গোখরা সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে এখনো চেষ্টা চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/রুহুল/তৌহিদ)

সম্পর্কিত খবর