শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১২টার পরে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ছিলেন বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া সরকারি শামসুর রহমান কলেজের ছাত্র ও স্থানীয় জনতার ওপরে তিনি ও তার লোকজনের লাঠিসোঁটা নিয়ে চড়াও ও হামলার অভিযোগ রয়েছে। ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন। এরপর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশে...
বিমানবন্দর দিয়ে পালানোর সময় গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
শরীয়তপুর প্রতিনিধি

মনোনয়ন ফরম তোলা নিয়ে পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
অনলাইন ডেস্ক

পাবনার আটঘরিয়ায় একটি কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনা ঘটে। এসময় উভয় দলের অফিস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তফসিল ঘোষণা করা হয়। অভিভাবক সদস্য মনোনয়নপত্র তোলার শেষদিন ছিল গতকাল বৃহস্পতিবার। এদিন দুপুর আড়াইটার দিকে আটঘরিয়া উপজেলা বিএনপি সমর্থিত তিনজন অভিভাবক মনোনয়নপত্র তোলেন। কিছুক্ষণ পর জামায়াত সমর্থিত অভিভাবকরা মনোনয়নপত্রের জন্য গেলে অধ্যক্ষ তাদেরকে তা দেয়নি। পরে জামায়াতে ইসলামীর বেশকিছু নেতাকর্মী...
হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন পিবিআইকে তদন্তের নির্দেশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ৮ মে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে জালিয়াতিপূর্ণ, ষড়যন্ত্রমূলক এবং ভোটারবিহীন দাবি করে এ মামলার আবেদন করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া বাদি হয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে মামলাটির আবেদন করেন। মামলায় বাদি পক্ষে শুনানীতে অংশ নেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর। তাকে সহায়তা...
বিমান তৈরি করে আকাশে উড়ালেন অটোচালক
রবিউল হাসান, লালমনিরহাট

প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ফোম, ককশিট, সাইকেলের এসফোক, ফ্যানে মোটর, স্যান্ডেলের সোল, গুনা, আটা, বাসসহ বিভিন্ন জিনিস ব্যবহার করে বিমান তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন অটোরিকশা চালক সোহেল রানা। সোহেল রানা ইতিমধ্যে পরপর দুইটি বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করিয়েছেন। রিমোট কন্ট্রোলের সাহায্যে বিমানটি পরিচালিত হয়। তার তৈরি বিমানটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। তার স্বপ্ন সে বিমানের পাইলট হবেন। কিন্তু তার স্বপ্ন বাঁধা হয়ে দাঁড়িয়েছে অভাব অনটন। তারপরও সবার সহযোগিতা নিয়ে সে পড়াশোনা করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। জানা গেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতা ভূখণ্ডের গুচ্ছগ্রাম বাজারের ইউনুস আলী ও শাহিনুর বেগমের ছেলে সোহেল রানা। দুই ভাই দুই বোনের মধ্যে সে দ্বিতীয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর