মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় নিহত হজযাত্রীর পরিচয়পত্র

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব প্রতিনিধি

চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের মোট ৪৫টি ফ্লাইটে এ পর্যন্ত ১৫হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছে। এর মধ্যে সেলিম নামের এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার মক্কায় তার মৃত্যু হয়।

মক্কা বাংলাদেশ হজ্ব মিশন এ খবর নিশ্চিত করেছে।

মৃত্যুবরণকারী সেলিম মিরপুর ট্র্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে গত ৪জুলাই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা এসেছিলেন। তার বাড়ি ঢাকার পল্লবীতে। সেলিমের পাসপোর্ট নাম্বার BK0577564।  

এদিকে শনিবার রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদ এতে সভাপতিত্ব করেন।  

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

(নিউজ টোয়েন্টিফোর/আল-আমিন/তৌহিদ)

সম্পর্কিত খবর