হযরত বারাকাহ (রহ.)-এর পুণ্যস্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে। এতে প্রয়াত বিচারপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. শামসুল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...
প্রয়াত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোয়ার আয়োজন
নিজস্ব প্রতিবেদক

বনানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, গত রাতে বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের সামনের রাস্তায় কোনো যানবাহনের চাপায় আহত হন ওই নারী। খবর পেয়ে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই আরও বলেন, কোন ধরনের যানবাহনে চাপায় ওই নারী মারা গেছে, তা জানা যায়নি। তার আনুমানিক বয়স হবে ৩২ বছর। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই সোহেল।...
লোকে লোকারণ্য কাকরাইল, আসছে একের পর এক বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। আজ শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আজ এখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকশিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন জানান, টানা অবস্থানের কারণে শিক্ষার্থীদের অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন। দেখা গেছে, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশে আসছে একের পর এক বাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আরও পড়ুন এবার ভারতের মিরাজ ২০০০ ধ্বংস করে স্থান-সময় স্পষ্ট জানালো পাকিস্তান ১৬ মে, ২০২৫ ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও...
রাত পেরিয়ে দিনেও চলছে জবি শিক্ষার্থীদের আন্দোলন, জুমার পর গণঅনশন
নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ের আন্দোলনে বৃহস্পতিবার (১৫ মে) রাত পেরিয়ে শুক্রবার (১৬ মে) এখন পর্যন্ত সড়কে অবস্থান করছেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় দাবিগুলো নিয়ে একটি বৈঠক করেন জবির প্রতিনিধি দল। এরপর রাত ১২টায় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এখনও কোনো ইতিবাচক বার্তা না পাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে শিক্ষক-শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য দাবির বিষয়ে এখনো সরকারি কোনো গ্রিন সিগন্যাল আসেনি। তাই আন্দোলন আরও তীব্র করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে আজ বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। রাত পৌনে ১২টায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত