সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার (১৭ মে) খোলা থাকবে দেশের সব সরকারি অফিস। এ ছাড়া পরবর্তী শনিবারও (২৪ মে) এসব অফিস চালু রাখা হবে। এর আগে গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। নির্বাহী আদেশে দুদিন ছুটির ফলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবমিলিয়ে টানা ১০ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। ছুটি শুরু হবে আগামী ৫ জুন, শেষ হবে ১৪ জুন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। আরও পড়ুন বোতলকাণ্ডে জিজ্ঞাসাবাদ শেষ,...
যে কারণে শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস
অনলাইন ডেস্ক

পাইলটের দক্ষতায় যেভাবে প্রাণ বাঁচলো ৭১ বিমান যাত্রীর
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ ভয়াবহ একটি দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে ৭১ জন যাত্রী নিয়ে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই উড়োজাহাজটির বাম পাশের একটি ল্যান্ডিং গিয়ার চাকা খুলে নিচে পড়ে যায়। এরপর প্রায় এক ঘণ্টার উৎকণ্ঠা শেষে পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহর দক্ষতায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি দুপুর ১টা ১৭ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পর কক্সবাজারের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়বিমানের একটি চাকা নিচে পড়ে গেছে। তখনও বিমানের ইন্টারনাল সেন্সর এই সমস্যাটি ধরতে পারেনি। ঢাকার আকাশে পৌঁছার পর বিমানটি নিচু করে (লো-ফ্লাই করে) কন্ট্রোল টাওয়ার থেকে দৃষ্টিনিরীক্ষার...
শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমআরএ ভবন উদ্বোধনের অনুষ্ঠানটি বিটিভি এবং বিটিভি নিউজে সরাসরি সম্প্রচারিত হবে। আরও পড়ুন এনসিপির যুব সংগঠনের আত্মপ্রকাশ ১৬ মে, ২০২৫ খোঁজ নিয়ে জানা গেছে, এমআরএ ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং এটি ২০২৩ সালের ২৬ জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। ভবনটি ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত একটি বহুতল অফিস ভবন, যার মধ্যে বাউন্ডারি ওয়াল, গেট, গার্ড রুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সেপটিক ট্যাংক, সোক ওয়েল,...
জবি শিক্ষার্থীদের অনশন সমাপ্তি ঘোষণা
অনলাইন ডেস্ক
টানা তিন দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার রাস্তায় অবস্থানের কর্মসূচির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার রাত সাড়ে ৭ টায় ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালক বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবির সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, কাজ শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতোমধ্যে শুরু হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব। আপনাদের সব দাবি বাস্তবায়নে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর