পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর পূর্বপাড়ার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী আব্দুল মালেক সরদারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে মালেককে তার মুদিখানা দোকানের জন্য মালামাল প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর রাজু, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দার, বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মিঠুন মিয়া, হৃদয় প্রামাণিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ। আব্দুল মালেক সরদার (৪৩) মথুরাপুর গ্রামের সেকেন্দার সরদারের ছেলে। মালেকের বাবা সেকেন্দার সরদার জানান, ২২ বছর বয়সে ট্রাকের মালামালের...
পাবনায় প্রতিবন্ধী মালেকের পাশে বসুন্ধরা শুভসংঘ
পাবনা প্রতিনিধি

পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা শাখা। শুক্রবার (১৬ মে) রংপুর নগরীর শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল, শিবরামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফুলের গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস। আরও বক্তব্য দেন শিক্ষক মো. গোলাম রব্বানী, মো....
লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ শুরু
লালমনিরহাট প্রতিনিধি

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয়ে লালমনিরহাটে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট পৌরসভার সাপটানা এলাকায় নর্দান প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে পৌরশহর ও সদর উপজেলার নারীরা অংশগ্রহণ করছে। লালমনিরহাট বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. নাঈম রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান সুমন ও প্রশিক্ষক শাহানা বেগম। এসময় সেখানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাসিম উদ্দিন বিদুৎ ও সৌরভ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা রিয়া প্রমুখ। প্রশিক্ষক শাহানা বেগম বলেন, বাড়িতে বসে সেলাই মেশিন দিয়ে একটি পরিবার পরিবারের কষ্ট লাঘব করতে পারে। প্রশিক্ষণ গ্রহণ বা সেলাইয়ের কাজ করে স্বাবলম্বীহওয়ার স্বপ্ন দেখেন অনেকে গরীব নারী।...
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে জহুর চান বিবি মহিলা কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

বিজ্ঞানের ভয় করবো জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। কলেজ শাখা বসুন্ধরা শুভসংঘের এই আয়োজনে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনে পূর্ব প্রস্তুতি অনুযায়ী আনন্দঘন পরিবেশে পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান বিষয়ে ৫০ নম্বরের এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা সমন্বয় করেন শুভসংঘের উপদেষ্টা প্রভাষক (গণিত) আরিফুর রহমান ও প্রভাষক ইমতিয়াজ আদনান (রসায়ন)। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক রকিবুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তহুরা বেগম। প্রধান অতিথি ছিলেন কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য ইমদাদুল হক...