ইউএনওকে উত্ত্যক্ত, বখাটের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত শিমুল শেখ

ইউএনওকে উত্ত্যক্ত, বখাটের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানমকে উত্ত্যক্ত করার অপরাধে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত শিমুল শেখ (২৫) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বারআনি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

দুর্গাপুর থানার বিবরণে জানা যায়, গত রোববার ইউএনও ফারজানা খানম ঢাকা বিআরটিসি বাসট্যান্ড থেকে বাসযোগে কর্মস্থল দুর্গাপুরে রওনা হন। পথিমধ্যে শ্যামগঞ্জ মোড় থেকে শিমুল শেখ নামের এক যুবক যাত্রীবাহী বাসে ওঠে।

বাসে ওঠার পরেই তার কথাবার্তায় বাসের হেলপার শিমুলকে বলে বাসে একজন ম্যাজিস্ট্রেট আছেন।

এ কথা শুনে ওই যুবকের কৌতুহল হলো, কে এই ম্যাজিস্ট্রেট? তাকে দেখার পরই ইউএনও ফারজানা খানমকে ওই যুবক প্রশ্ন করে আপনি কিসের ম্যাজিস্ট্রের, কোথাকার? এমন নানা প্রশ্নে বিব্রত হন নির্বাহী অফিসার।

এমতাবস্থায় থানা-পুলিশের সাহায্য নেন ইউএনও ফারজানা খানম। পরে দুর্গাপুর বাসট্যান্ডে বাস থামার পর পুলিশ তাকে আটক করে।

পরে ওসির কার্যালয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

(নিউজ টোয়েন্টিফোর/সোহান/তৌহিদ)

সম্পর্কিত খবর