চলমান আন্দোলনের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা অবশেষে অবস্থান ও অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। একইসঙ্গে শাটডাউন কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে। ফলে শনিবার (১৮ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ সম্মতির ঘোষণা দেন। এরপর আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন। অধ্যাপক রইছ উদ্দীন বলেন, আমাদের দাবিগুলো যেহেতু সরকার মেনে নিয়েছে, তাই আমরা এই আন্দোলনের সমাপ্তি...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমাপ্তি, শনিবার থেকে ক্লাস শুরু
অনলাইন ডেস্ক

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ, অগ্রগতি পরিদর্শনে উপাচার্য
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইট স্থায়ীভাবে বন্ধ করার কাজ শুরু হয়েছে। দেয়াল তুলে গেইটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে উদ্যানের ভেতরে থাকা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ীভাবে গেইট বন্ধের কাজ দেখতে যান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। পরে তারা শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনাস্থল পুনরায় পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ১৩ মে মঙ্গলবার দিবাগত রাতে বাংলা একাডেমির বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও...
সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ, আসতে পারে কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কর্তৃপক্ষের কালক্ষেপণ-এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে তারা। আগামীকাল শনিবার বিকেল ৪টায় রাজধানীর ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে সংবাদ সম্মেলন করবেন তারা। সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে বলে জানা গেছে। আজ শুক্রবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এবং পূর্বের অধিভুক্তি বাতিলের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ...
কাকরাইল মোড়ে গণঅনশনে জবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে তাদের অনশন শুরু হয়। এর আগে বিকেল ৩টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। তিনি বলেন, আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। আমরা বিকেল সাড়ে তিনটায় অনশন কর্মসূচি শুরু করব। বিজয় না নিয়ে আমরা ফিরছি না। এর আগে গত বুধবার থেকে কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা সমাবেশ করছেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০টি বাস...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর