ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ শনিবার (১৭ মে) লং মার্চ টু সচিবালয় কর্মসূচি আহ্বান করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা এই কর্মসূচি পালন করবেন বলে গতকাল শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৯টায় কর্মসূচি শুরু হবে। news24bd.tv/MR
ইশরাকের জন্য আজ ‘লং মার্চ টু সচিবালয়’
অনলাইন ডেস্ক

শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। রাজধানী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই শনিবার (১৭ মে) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল। যেসব মার্কেট বন্ধ থাকবে...
প্রয়াত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোয়ার আয়োজন
নিজস্ব প্রতিবেদক

হযরত বারাকাহ (রহ.)-এর পুণ্যস্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে। এতে প্রয়াত বিচারপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. শামসুল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর শাহবাগ থানা ঘেরাও
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। তারা ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। পরে সাড়ে ১১টা নাগাদ বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ ব্যানারে তারা ভাস্কর্যে জড়ো হন। পরে এখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা শাহবাগ থানা ঘেরাও করে রেখেছেন। এদিকে শাহবাগ থানার ফটকে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘেরাওয়ের পর আলোচনার জন্য একটি প্রতিনিধি দল থানার ভেতর গেছেন। এই দলে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. মুহাম্মদ আব্দুস সালাম, ড. অসীম দাস, ড. সিরাজুল ইসলাম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর