খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আজ শনিবার (১৭ মে) বিকেল ৪টায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এই আয়োজন ঘিরে পুরো খুলনায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া সমাবেশে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ...
খুলনায় তারুণ্যের সমাবেশ ঘিরে উৎসবের আমেজ
নিজস্ব প্রতিবেদক

বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেছেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এ দেশের জনগণ এমন একটি সরকার নির্বাচন করতে পারে, যা তাদের প্রতিনিধিত্ব করে এবং যুক্তরাষ্ট্রের চাওয়াও তাই। সে জন্যই একটি বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। গত ১৪ মে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল যুক্তরাষ্ট্রে রিচ ম্যাককরমিকের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এসব কথা বলেন। শেখ মুজিবুর রহমান ইকবাল গতকাল শুক্রবার বলেন, গত ১৪ মে আমি নিজ উদ্যোগে ক্যাপিটল হিলে ম্যাককরমিকের চেম্বারে গিয়ে দেখা করি। বাংলাদেশে সঠিক গণতন্ত্রের জন্য দেশের জনগণের পক্ষ থেকে অতি দ্রুত নির্বাচনের কথা আমি তাঁকে বলেছি। সে...
আওয়ামী দোসরদের দলে নেওয়া যাবে না: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৫-১৬ বছর ধরে বিএনপি সাংগঠনিকভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তবে এখন দলকে পুনর্গঠনের মাধ্যমে নতুন করে শক্তিশালী করা হচ্ছে। এসময় তিনি সতর্ক করে বলেন, নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগী বা দোসরদের দলে নেওয়া যাবে না। শনিবার (১৮ মে) চট্টগ্রামে এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, আমরা বহু প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের শক্তিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তিনি আরও বলেন, এখন সময় বিএনপিকে সুসংগঠিত করে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার। যেসব ব্যক্তি অতীতে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, তারা বিএনপির অংশ হতে পারবে না। একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ...
জামায়াত শুধু ভোট বা নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল নয়: জামায়াত আমির
অনলাইন ডেস্ক

অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা কাজ করেননি বরং তারা আত্মস্বার্থ, ব্যক্তিস্বার্থ, শ্রেণিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ, সংকীর্ণ দলীয়স্বার্থ রক্ষাসহ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করেছেন। তাই জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে। এমন মন্তব্য করেছেনবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী শুধু ভোট বা নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল নয় বরং আমরা আর্ত-মানবতার মুক্তি ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন করে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিবর্তন করতে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলটির ঢাকা মহানগরী উত্তর আয়োজিত থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর