জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন। কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। ইউনূস সরকার নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছেন সেই ডেডলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। তা নাহলে এই সরকারকে আর কেউ বিশ্বাস করবে না। আজ শনিবার (১৭ মে) দুপুরে পাবনা সুজানগর কমিউনিটি সেন্টারে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ চায়। কিন্তু এই পরিবেশ বিঘ্নিত করতে কেউ কেউ চেষ্টা করছেন। কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগ চলে গেছে আর তারা...
আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
পাবনা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট গরু বাঁচাতে গিয়ে প্রথমে ছেলে পরে মায়ের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মা-ছেলে। এ সময় ঘটনাস্থলে গরুটিও মারা যায়। আজ শনিবার (১৭ মে) দুপুরের দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে নিজ বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি দৌড়ে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। এসময় গরু বাঁচাতে প্রথমে ছেলে জামাল হোসেন (৩০)। নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম(৭০) ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পরিবারের লোকজন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। গোড়ল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী পাটোয়ারী বলেন, কোনো অভিযোগ না থাকায় কালিগঞ্জ থানা-পুলিশের...
জনতার মিছিলে বিভ্রান্তি: মানুষের লাশ নয়, মৃত কুকুর
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বস্তাবন্দী একটি মৃত কুকুর উদ্ধার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মানুষের লাশের গুঞ্জন শুনে এসময় উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখা গেছে। আজ শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশের একটি পুকুর থেকে মৃত কুকুরটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে এক নারী চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশে প্রজেক্টের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। তখন ওই নারী পুকুরে বস্তাবন্দী অবস্থায় দুর্গন্ধময় একটি বস্তু পড়ে থাকতে দেখে। ওই পুকুর পাড়ে ছিল এক জোড়া জুতা। তাৎক্ষণিক পুকুরে বস্তাবন্দী মানুষের লাশ পড়ে থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় ৫শতাধিক নারী-পুরুষ সেখানে ভিড় করে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাটি...
কলের পানি পানে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, কারখানা ছুটি
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে টিফিনের বিরতিতে কল থেকে পানি পান করে একটি কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়। আজ শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর নাওজোড় এলাকার ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড নামে কারখানায় ঘটনাটি ঘটে। শিল্প পুলিশ ও কারখানাটির কয়েকজন শ্রমিক জানান, কারখানাটির শ্রমিকেরা আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো টিফিনের বিরতিতে কল থেকে পানি পান করেন। এর কিছু সময়ের মধ্যে শ্রমিকদের পেটে ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে অসুস্থ শ্রমিকদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আরও পড়ুন বোতলকাণ্ডে জিজ্ঞাসাবাদ শেষ, সেই ছাত্রকে বাসায় দাওয়াত করলেন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর