বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাত্রা শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ঢাকার মানিক মিয়া এভিনিউতে বেশ ঘটা করে আত্মপ্রকাশ ঘটে দলটির। এদিকে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিভিন্ন দলকে পক্ষে আনতে পারা স্বস্তি দিচ্ছে এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি অনেকেই করেছে। এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষ অতীতে এই দাবি সামনে এনেছে। তবে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ অনেকটা হঠাৎ করেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়ে আন্দোলন শুরু করেন সপ্তাহখানেক আগে। পরে অন্য কয়েকটি দল ও সংগঠন আন্দোলনে যোগ দিলে সরকারের উপর চাপ তৈরি হয়। আল্টিমেটামের মুখে দ্রুত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত আসে সরকারের তরফ থেকে। কিন্তু প্রশ্ন ওঠে এরপর কী? রাজনৈতিক দল হিসেবে এনসিপি কোন দাবি সামনে নিয়ে আসতে যাচ্ছে? এমন প্রশ্নে দলীয়...
কোন দাবি নিয়ে সামনে আসবে এনসিপি?
অনলাইন ডেস্ক

দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে: তানিয়া রব
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার বিষয়ে সাম্প্রতিক উদ্যোগগুলো জনমনে শঙ্কার সৃষ্টি করেছে। এসব সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অগ্রসর হওয়া উচিত। শনিবার (১৭ মে) সকালে খুলনার উমেশচন্দ্র পাবলিক হলে জেএসডির বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তানিয়া রব বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকার যদি এসব উদ্যোগ গ্রহণ করে, তবে এর যৌক্তিকতা ও সম্ভাব্য সুফল সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে। কোন চুক্তিতে বাংলাদেশ কী কী সুবিধা পাবে, তা জনসমক্ষে উপস্থাপন না করলে প্রশ্ন উঠবেএই উদ্যোগের উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে...
সন্ধ্যায় ইশরাকের জরুরি সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসাবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের মধ্যেই এই সংবাদ সম্মেলন ডাকলেন তিনি। ক্ষুদে বার্তায় বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে চলমান সংকট প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন ইশরাক হোসেন। আরও পড়ুন নগর ভবনে ইশরাক সমর্থকদের ৬৫টি তালা ১৭ মে, ২০২৫ এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এতে নগর ভবনের দক্ষিণ সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব কার্যক্রম...
জুলুম না করা আ. লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না। তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে। তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এ সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি। তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেড়িয়েছে। বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর