রোডসকে ‘না’ করে দিল বিসিবি

ফাইল ছবি

রোডসকে ‘না’ করে দিল বিসিবি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গুঞ্জন চলছিল। সেটা সত্যিই হলো। বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার এক দিনের মধ্যেই স্টিভ রোডসকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে রোডসের চুক্তি ছিল আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

 
জানা যায়, দুই পক্ষের সমঝোতায় এই বিদায়প্রক্রিয়া শেষ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

নিজামউদ্দিন জানান, সাধারণত বিশ্বকাপের পর সব বোর্ডই ক্রিকেটার ও কোচদের পারফরম্যান্স মূল্যায়ন করে থাকে। সেদিক বিবেচনা করে আলোচনা করা হয়েছে।

বোর্ড এবং স্টিভ রোডসের সমঝোতার ভিত্তিতেই একসঙ্গে কাজ না করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সে পর্যন্ত রোডসের বিসিবির সঙ্গে চুক্তি ছিল। তবে এর আগেই রোডসকে বিদায় জানালো বাংলাদেশ।

জানা যায়, বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত কোচের অধীনেই খেলবে। তবে নতুন কোচের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী বোর্ড সভায় নেয়া হবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর