আজকের মতো সড়ক ছেড়েছেন রিকশাচালকরা

ছবি সংগৃহীত

আজকের মতো সড়ক ছেড়েছেন রিকশাচালকরা

অনলাইন ডেস্ক:

রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে চলা বিক্ষোভ আজকের মতো তুলে নিয়েছেন রিকশাচালক-মালিকরা।

আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫৫ মিনিটে বিক্ষোভ তুলে নিলে রামপুরা-বাড্ডা সড়কে যান চলাচল শুরু হয়। সন্ধ্যার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান রিকশাচালক-মালিকরা।

এ বিষয়ে রিকশা-মালিক পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বলেন, আমাদের দুটি দাবি না মানলে আমরা আজকের মতো কালও রাজপথে থাকব।

এ পরিষদের সদস্যরা সকাল থেকে যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় থাকবে। রিকশাচালক-মালিক ও গ্যারেজ মালিকরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এর আগে মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে আটটা থেকে রাজধানীর কুড়িল-রামপুরা-মালিবাগ সড়কের বিভিন্ন অংশ অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন রিকশা চালকরা। অবরোধের কারণে সড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

রিকশা চালকদের দাবি, প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলের অনুমতি দিতে হবে। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর