আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন সারাদেশে অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ থাকলেও প্রতিবারের মতো এবারও ঈদের দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ৷ শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবিরের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে ৷ এরই মধ্যে চিঠির অনুলিপি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ৷ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১নং আপ/২নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে৷ দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে ৷ এছাড়া ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা...
ঈদের দিন চলবে যেসব ট্রেন
অনলাইন ডেস্ক

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এর আগে সকালে সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সহপাঠী ও শিক্ষকরা আল্টিমেটামের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। সংহতি জানাতে উপস্থিত হন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ন্যায় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। সাম্য হত্যার ঘটনায় কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেন ছাত্রদল নেতারা। আর শিক্ষার্থীদের...
সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক

জনগণকে কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দেওয়ার মাধ্যমে তাদের মন জয় করতে হবে। এদেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবেআইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে এসব কথা বলেছেনডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ রোববার (১৮ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পুলিশ অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা বাড়াতে ও শৃঙ্খলা নিশ্চিত করতে আজ সকালে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দমুখর পরিবেশে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় এ গ্র্যান্ড মাস্টার প্যারেড। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম। প্যারেডের শুরুতে ডিএমপি কমিশনার প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে সশস্ত্র সালাম প্রদান করা হয়। ডিএমপি...
হত্যার বিচার নিয়ে রাজনীতি চলবে না: ঢাবি উপাচার্য
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খাঁন। তিনি বলেন,হত্যার বিচার নিয়ে রাজনীতি চলবে না। আজ রোববার (১৮ মে) বেলা ১১টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঢাবি উপাচার্য বলেন, প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে। এদিকে কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নানা স্লোগান দেন তারা। জানা গেছে, ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চললেও ক্লাস-পরীক্ষা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর