রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলো: আকাশ (২৩), কাশেম (২৫), রাব্বি (২২), সজিব (২৬), মাহাবুল (২২), সিয়াম (১৯), শাহরিয়া (২০), শাহাদাত (১৯), আলম (২২), তুহিন (২০), আকাশ (১৮), সুজন (১৯), এমদাদুল (২৭), সাব্বির (১৯) ও ফরহাদ (১৯)। তিনি জানান, গত শনিবার (১৭ মে) বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ...
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডির ২৭ নম্বর রোড এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’
অনলাইন ডেস্ক

রাজধানী ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়কের নতুন নাম শহীদ ফারহান ফাইয়াজ সড়ক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে উপদেষ্টা বলেন,ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়ককে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ এর নামে নামকরণ করে সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তিনি বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।...
রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কে এম মনসুর আলী (৪০) দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। দুই ছেলের বাবা মনসুরের বাড়ি পাবনায়। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা এ বিষয়ে জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মনসুর আলী রেললাইন ধরে হাঁটছিলেন এবং ফোনে কথা বলছিলেন। তিনি আশকোনা হজ ক্যাম্পে ডিউটি শেষ করে পল্লবীতে তার বাসার ফিরছিলেন। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মনসুরের ধাক্কা লাগে। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, গুরুতর আহত অবস্থায় মনসুরকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য...
আজও ইশরাকপন্থিদের দখলে নগরভবন, প্রধান ফটকে তালা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থিরা। আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটকে তালা আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। আজ রোববার (১৮ মে) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগরভবনের সামনে জড়ো হচ্ছেন। বাইরে অবস্থান নিয়ে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন তারা। এ সময় শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, অবিলম্বে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত