এবার আরও বৈচিত্র্যময় এবং সমতাভিত্তিক আয়োজন থাকছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅরে। চলতি মৌসুম শেষে আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসের থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহু কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এবং উয়েফা যৌথভাবে আয়োজনের তারিখ ঘোষণা করেছে এবং জানিয়েছে, এবারই প্রথমবারের মতো নারী ও পুরুষ ফুটবলারদের জন্য সমান সংখ্যক বিভাগে পুরস্কার প্রদান করা হবে। ধারণা করা হচ্ছে, নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে ব্যালন ডিঅর। এবার পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও থাকছে ছয়টি করে পুরস্কার। পুরনো ক্যাটাগরির পাশাপাশি তিনটি নতুন বিভাগ সংযুক্ত হয়েছে নারী বিভাগে। বিভাগগুলো হচ্ছে- সেরা নারী গোলরক্ষক, সেরা উদীয়মান নারী ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা নারী খেলোয়াড় (জাতীয় ও ক্লাব পর্যায়...
যেসব চমক থাকছে এবারের ব্যালন ডি’অরে
অনলাইন ডেস্ক

রান পাহাড়ে উঠেও আমিরাতের কাছে 'পা হড়কালো' টাইগাররা
অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ ফরম্যাটে নিজেদের চতুর্থ সর্বোচ্চ ২০৫ রান করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ১০ ওভারে ১০৭ রান তুলে চোখ রাঙাচ্ছিল স্বাগতিক আমিরাত। মিডল ওভারে বাংলাদেশ ম্যাচে ফিরলেও এক বল থাকতে ২ উইকেটের জয় তুলে নিয়েছে মোহাম্মদ ওয়াসেমের দল। এই হারে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় দাঁড়াল। সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী ২১ মে মাঠে গড়াবে। এদিন জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩৫ রান দরকার ছিল আমিরাতের। হাতে ছিল ৫ উইকেট। ১৮তম ওভারে নাহিদ রানা ৬ রান দিয়ে ১ উইকেট নেন। ২ ওভারে দাঁড়ায় ২৯। শরিফুল ১৯তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে দলকে জয়ের আশা দেন। কিন্তু পরের পাঁচ বলে ১৭ রান দিয়ে বসেন তিনি। এর মধ্যে নিজের ওভারের শেষ বলে ওভারথ্রো করে দেন ৫ রান। ওখানেই ম্যাচ টাইট হয়ে যায়। শেষ ওভারে আটকানোর জন্য তানজিদ সাকিবের জন্য মাত্র ১২ রান থাকে। তিনি প্রথম বল ওয়াইড ও...
আরব আমিরাতকে রানের পাহাড় টার্গেট দিলো টাইগাররা
অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের পাহাড় সমান ২০৬ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের। সোমবার (১৯ মে) টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ২৫ বলে ফিফটি তুলে নেন এই বাঁ-হাতি ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন লিটন কুমার দাস। তবে ফিফটির পর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৩ বলে ৫৯ রান করে ক্যাচ আউট হন তিনি। এদিন ফিফটি তুলতে পারেননি লিটন। ৩২ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন এই টাইগার অধিনায়ক। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইনিংস বড় করতে পারেননি শান্ত। ১৯ বলে ২৭ রান করে ক্যাচ আউট হন এই বাঁ-হাতি ব্যাটার। তবে অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন হৃদয়।...
ব্যাটিংয়ে বাংলাদেশ, ইমনের বদলে একাদশে শান্ত
অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগাররা। সোমবার (১৯ মে) দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আরব আমিরাত। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৯ ওভার শেষে ১ ইউকেটে ৯০ রান করেছে। এই ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনেছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে বসিয়ে নাজমুল হোসেন শান্তকে একাদশে নিয়েছেন তিনি। এ ছাড়াও স্পিনার শেখ মাহেদীর বদলে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। অন্যদিকে মোস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ায় বাঁ-হাতি পেসার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদের পরিবর্তে খেলছেন নাহিদ রানা। বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর