সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের যার যার পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। গতকাল সোমবার (১৯ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা সৌদি মালিকানাধীন বাসা বা অফিসে কর্মরত প্রবাসীদের নিজ নিজ পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ করা হলো। কারো যদি পাসপোর্ট নিজের কাছে না থাকে, সেক্ষেত্রে জরুরিভিত্তিতে নিকটস্থ সৌদি শ্রম অফিসে অবহিত করতে হবে। প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫ -এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। news24bd.tv/RU
সৌদি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

জার্মানিতে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ, কর্মী লাগবে কয়েক লাখ
অনলাইন ডেস্ক

আগামী দুই দশকের মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা অর্জনে বিপুল বিনিয়োগ করছে জার্মানি, যা সেখানে সৌর, বায়ু ও হাইড্রোজেন শিল্পে কয়েক লাখ লোকের কর্মসংস্থানের পথ খুলছে। জার্মানির ভবিষ্যৎ জলবায়ু ও পরিবেশ সুরক্ষার এ উদ্যোগে যুক্ত হয়ে সেখানে কর্মজীবন গড়ে তোলার সুযোগ নিতে পারেন বিদেশি শিক্ষার্থীরা। পড়ালেখার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে দেশটিতে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক পোর্টাল স্টাডিং ইন জার্মানি বলছে, ২০৪৫ সালের মধ্যে মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য রয়েছে ইউরোপের এ দেশের। আর ২০৫০ সালের পর থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের চেয়ে বেশি নিঃসরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এ অবস্থায় অবকাঠামো পরিকল্পনায় ৫০ হাজার কোটি ইউরো বিনিয়োগ করছে জার্মানি। এর মধ্যে ক্লাইমেট...
মালয়েশিয়ায় শুরু হলো অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের জন্য বিশাল সুযোগ দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আজ থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০ শুরু করেছে। এর ফলে মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরতে পারছেন অবৈধ বিদেশিরা। দেশটির ইমিগ্রেশন বিভাগের এক ফেসবুক পোস্টে জানা গেছে, প্রথম দিনেই কর্মসূচিতে অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হন। তাদের কাগজপত্র যাচাই, প্রক্রিয়াকরণ এবং ফেরার প্রস্তুতি নেয়া হয়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। ফেসবুক পোস্টে ইমিগ্রেশন বিভাগ আরো জানিয়েছে, এই কর্মসূচি সম্পূর্ণ সততা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যাতে দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও সুসংগঠিত ও নিরাপদ...
লন্ডনে ২৬ সপ্তাহব্যাপী ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম শুরু
অনলাইন ডেস্ক

লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্টহ্যান্ডস চ্যারিটির যৌথ উদ্যোগে এবং বিবিসির আর্থিক অনুদানে ২৬ সপ্তাহব্যাপী ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম শুরু হয়েছে। প্রেস ক্লাবের সদস্যদের সন্তানরাসহ টাওয়ার হ্যামলেটসের স্কুল পড়ুয়া শিশুরা এতে অংশগ্রহণ করছে। কোর্সের উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার (১৬ মে) বিকেলে পূর্ব লন্ডনে প্রেস ক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইস্টহ্যান্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন। এতে বক্তব্য দেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, সিনিয়র সাংবাদিক ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির অ্যাডভাইজার আব্দুল মুনিম জাহেদী ক্যারল,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর