ভারতের বিদায়ে পাক তারকাদের টুইট

ভারতের বিদায়ে শোয়েব-আফ্রিদির টুইট

ভারতের বিদায়ে পাক তারকাদের টুইট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘দুই দিনব্যাপী ওয়ানডে’তে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এবারের বিশ্বকাপের শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভারত।

এতে ভারতীয় সমর্থকরা তো বটেই, হতাশ(!) হয়েছেন পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও।

গতিতারকা শোয়েব আখতারের কাছে ভারতের হার রীতিমতো অঘটন বলে মনে হচ্ছে।

টুইটারে তিনি লিখেছেন, ভারত ফাইনালে পৌঁছানোর জন্য যথেষ্ট ভালো ব্যাট করতে পারেনি।

খানিকটা প্রতিরোধের চেষ্টা ছিল জাদেজা ও ধোনির। তারা ভারতকে প্রায় খেলায় ফিরিয়েছিলেন। শেষপর্যন্ত অনেক বড় অঘটন, নিউজিল্যান্ড ফাইনালে চলে গেল, বাদ পড়লো ভারত।

বুমবুম শহিদ আফ্রিদিও আশা করেছিলেন, ভারত ফাইনাল খেলবে।

তবে, দারুণ জয়ে নিউজিল্যান্ডকেও অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। আফ্রিদি এক টুইটবার্তায় বলেন, ম্যানচেস্টারে আশ্চর্যজনক ফলাফল! আমার ধারণা ছিল ইংল্যান্ড-ভারত ফাইনাল, কিন্তু নিউজিল্যান্ড চমৎকার, কম রানের মধ্যে ভারতীয় ব্যাটসম্যানদের আটকে রাখার অবিশ্বাস্য চেষ্টা। জাদেজার জন্য দারুণ ম্যাচ, ভারতের দুর্ভাগ্য।  

পাক সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনুস অবশ্য ভারতের হারকে অনিশ্চিত ক্রিকেটের উদাহরণ বলেই মনে করছেন। টুইটারে তিনি লিখেছেন, ক্রিকেট খুবই নির্দয় একটা খেলা ও বড় সমতাকারী… যখন সবচেয়ে কম প্রত্যাশা করছেন, তখনই উল্টো কামড় দেবে। আজ কঠিন শিক্ষা পেলাম, খেলায় তাচ্ছিল্য করো না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর