'দেশের মাটিতে স্মরণীয় বিদায় হবে মাশরাফির'

ছবি সংগৃহীত

'দেশের মাটিতে স্মরণীয় বিদায় হবে মাশরাফির'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শেষে মাশরাফি যখন অবসর ঘোষণা দিলেন না, তখন গুঞ্জন শোনা গিয়েছিল দেশের মাটিতেই হয়তো বিদায় নেবেন তিনি। তার জন্য বিসিবি একটি সিরিজের আয়োজন করবে। এবার বিসিবি সভাপতির মুখেই শোনা গেল এমন কথা।  

গতকাল লন্ডনে সংসদীয় বিশ্বকাপে খেলতে গিয়ে সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, দেশের মাটিতে শেষ ম্যাচ খেলেই আন্তর্জাতিক অঙ্গন থেকে জাতীয় দলের অধিনায়ক।

মাশরাফির ব্যাপারে বোর্ড সভাপতি বলেন, মাশরাফিকে দেশের মাটিতে স্মরণীয় বিদায় দেওয়ার চিন্তা-ভাবনা করছি। আমরা একটি সিরিজ এমনভাবে আয়োজন করব, যাতে সে দেশের মাটিতেই বীরের মতো বিদায় নিতে পারে।

মাশরাফির ভবিষ্যত নিয়ে কথা বলার পাশাপাশি বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসাও করেন পাপন, বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় চরিত্র। এক, মাশরাফি সর্বশ্রেষ্ঠ অধিনায়ক।

দ্বিতীয়, সাকিব আল হাসান সর্বকালের সেরা পারফরমার। সেই সেরা অধিনায়ককেই আমরা চেষ্টা করব দেশের মাটিতে সেরা বিদায়ের ব্যবস্থা করতে এবং সেটা যেন স্মরণীয় হয়ে থাকে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর