ভারতের হারে হৃদরোগে মৃত্যু, যুবকের বিষপান

ধোনি-রোহিত

ভারতের হারে হৃদরোগে মৃত্যু, যুবকের বিষপান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের সেমিফাইনালে ধুকতে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানে হেরে বাদ পড়ে যায় বিরাট কোহলির ভারত।

প্রিয় দলের এই হার সইতে না পেরে এক সমর্থক মৃত্যুবরণ করেন, আরেক সমর্থক আত্মহত্যার চেষ্টা করেন।

এ দিন ২৪০ রান তাড়া করতে নেমে ২১ রানে খেলায় নিউজিল্যান্ডের কাছে হেরে যান বিরাট কোহলিরা। ম্যাচের শেষে খেলার দায়ভার ছিল মহেন্দ্র সিংহ ধোনির উপর।

কিন্তু তারপরই তিনি আউট হয়ে যান। তার রান আউটের পরই চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হুগলির সাইকেল ব্যবসায়ী শ্রীকান্ত মাইতি।

৩৩ বছরের শ্রীকান্তের সাইকেলের দোকান হুগলির সেকেন্দরপুরে। তিনি বুধবার নিজের মোবাইলে ভারতের খেলা দেখছিলেন দোকানে বসেই।

খেলার একেবারে শেষে ধোনি রান আউট হয়ে যান। তিনি আউট হতেই কার্যত ম্যাচটা হেরে যায় ভারত।

ভারতীয় গণমাধ্যম জানায়, ধোনি আউট হতেই শ্রীকান্তর মুখ বিবর্ণ হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে তিনি জ্ঞান হারান।
দ্রুত তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে বুধবার সন্ধ্যায় ভারতের হার সহ্য করতে না পেরে বিষ খান উড়িষ্যার কালাহান্ডি জেলার বাসিন্দা ২৫ বছরের যুবক সম্বরু ভই।

ওই যুবকের পরিবার জানায়, ভারতের সিংভাদি গ্রামের বাসিন্দা সম্বরু। ভারতের হার নিয়ে বন্ধুদের সঙ্গে তর্কও হয় তার।
কিন্তু শেষ পর্যন্ত কোহলি বাহিনী বিশ্বকাপ থেকে ছিটকে যায়। পরে মনখারাপ করে বাড়ি থেকে বেরিয়ে দূরে এক খেতের মাঝখানে গিয়ে বিষ খান। তাকে দ্রুত ধরমগড় সাব-ডিভিশনাল হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর