বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি

বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

আশ্রয় কেন্দ্রে ১০ হাজার মানুষ
কবির হোসেন সিদ্দিকী, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। জেলা সদর ও লামা উপজেলার ৮০ ভাগ এলাকায় বন্যার পানি ডুকে পড়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পা‌নি বৃ‌দ্ধি বেড়ে ৮০ থেকে ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১২৬ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় ১০ হাজার মানুষ।

পাহাড়ি ঢলে ভেসে গেছে ৫ শতাধিক কাঁচা ঘর-বাড়ি। বন্যার পানি ঢুকে পড়ায় ১২৩ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শহরের বিদ্যুত সবরাহ।

সড়কে পানি ওঠায় বান্দরবানের সঙ্গে চতুর্থ দিনের মতো সড়ক যোগাযোগ বন্ধ আছে।

পাহাড় ধসে অভ্যন্তরীণ সড়কগুলো
অধিকাংশ বন্ধ হয়ে গেছে। ফলে উপজেলাগুলোর সঙ্গে সদরের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/কবির/তৌহিদ)

সম্পর্কিত খবর