এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তত দুটি সীমান্ত দিয়ে পুশইন করেছে ভারত। পুশইনের শিকার শিশু, নারীসহ ২০ জনকে আটকের পর থানায় দিয়েছে বিজিবি। বুধবার দিবাগত রাতে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার দুইটি সীমান্ত দিয়ে তাদের পুশইন করেন বিএসএফ। আটককৃতদের মধ্যে ৭ শিশু, ১১ নারী ও ২ জন পুরুষ রয়েছেন। বিজিবি জানিয়েছে, গত বুধবার রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে পুশইন করে ওই ২০ জনকে। পরে বিজিবি ও স্থানীয়রা তাদের আটক করে। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, ভারতের আহমেদাবাদ থেকে গতকাল তাদের বিমানে শিলিগুড়ির বাগডোকরা বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে বিভিন্ন সীমান্তে এনে পুশইন করা হয়। এর আগে গত মাসের ২৬ তারিখ গুজরাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর...
ভারত থেকে আবারও পুশইন, পাটগ্রাম সীমান্তে শিশুসহ আটক ২০
লালমনিরহাট প্রতিনিধি

হেলে পড়েছে সাত তলা ভবন
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাত তলা ভবন হেলে পড়েছে। ভবনটি প্রায় ১৫-১৮ ইঞ্চি হেলে পড়ে পাশের একটি ছয়তলা ভবনের গায়ে ঠেকেছে। বাসিন্দারা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের মাঝে এক হাতের মতো ফাঁকা ছিল। কিন্তু এখন সাত তলা ভবনটি অন্যটির গায়ে হেলে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সদরের উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিপরীতে ১০০ গজ সামনেই বিএস ৭৮৫৫ নম্বর দাগের ওপর পৌরসভার বাসিন্দা মো. আবদুল খালেক সাত শতক জমিতে নির্মাণ করেছেন সাত তলা ভবনটি। যেটি ইতিমধ্যে আরেকটির ওপর ঠেকে আছে। বাসিন্দাদের দাবি, পৌর কর্তৃপক্ষ ভবনটির নকশা এখনো বাতিল করছেন না। ঝুঁকিপূর্ণ ভবনটি যেকোনো মুহূর্তে ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অভিযোগ উঠেছে, মালিক আবদুল খালেক ২০১৯ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু করেন। এ সময় পৌর কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে ছয় তলা ভবনের অনুমোদন নেন। ২০২১-২২ সাল...
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ, ছাত্রদলে যোগ দিলেন ৩০ নেতাকর্মী
অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন।কিশোরগঞ্জ জেলাছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে এই ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন। গতকাল বুধবার দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় এসব নেতাকর্মী যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন-ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনিসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতারা। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজা বলেন, আমি...
উজানের বৃষ্টিতে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে
অনলাইন ডেস্ক

উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেটের প্রায় সবকটি নদ-নদীর পানির স্তর বেড়ে চলেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই, মনু, সারিগোয়াইন ও যাদুকাটা নদীর বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১৭৭ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ১৪২ সেন্টিমিটার, ছাতকে ৫৬ সেন্টিমিটার, সুনামগঞ্জে ৬৯ সেন্টিমিটার, দিরাইয়ে ৩৭ সেন্টিমিটার বেড়েছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি আমলশীদে ৮৩ সেন্টিমিটার, শেওলায় ৭১ সেন্টিমিটার, শেরপুরে ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পিয়াইন, মনু, ধলাই, সারিগোয়াইন ও যাদুকাটা নদীগুলোর পানির অবস্থা যাদুকাটা (শক্তিয়ারখোল): ৫৮ সেন্টিমিটার মনু (মনু রেল ব্রিজ): ৪১ সেন্টিমিটার, মৌলভীবাজার: ২৩ সেন্টিমিটার ধলাই (কমলগঞ্জ): ১২৬ সেন্টিমিটার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর