পাহাড় ধসের শঙ্কায় পর্যটকদের সাজেক ভ্রমণ বাতিল

ছবি সংগৃহীত

পাহাড় ধসের শঙ্কায় পর্যটকদের সাজেক ভ্রমণ বাতিল

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি 

পাহাড় ধসের আশঙ্কায় আগামী ১২-১৩ জুলাই রাঙামাটির সাজেকে পর্যটকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন কটেজ মালিক সমিতি অব সাজেক। আজ শুক্রবার গণমাধ্যমকে দেওয়া এর সভাপতি সুবর্ণ দেব বর্মা স্বাক্ষরিত এক বিবৃতিতে পর্যটক ভ্রমণ বাতিল ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি টানা বর্ষণের কারণে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে। সাজেকের পাহাড়ি সড়কেও ধস নামছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে যেকোনো সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সম্ভবনা রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আগামী দুইদিন সাজেকে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

রাঙামাটি জেলা প্রশাসন এ কে এম মামুনুর রশিদ বলছেন, অতিবৃষ্টির কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে।

রাঙামাটি-খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কটিতে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে। টানা বর্ষণের মধ্যে পাহাড়ে ভ্রমণ পর্যটকদের জন্য নিরাপদ নয়। তাই দূর-দুরান্ত থেকে আগাত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ভ্রমণ না করাতে নিরুৎসাহী করা হচ্ছে।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর