দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আবারও ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। আজ বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। স্ট্যাটাসে সাদিক কায়েম বলেন, দেশের স্বার্থে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, বরং নিজেদের তাগিদে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। এছাড়া, একে অপরের মান-অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে আমি অনুরোধ করছি, জাতির স্বার্থে দূরদর্শী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আমাদের বিরোধীতা যতটা তীব্রই হোক না কেন, দেশের কল্যাণে আমাদের এক হওয়া প্রয়োজন, বলেন...
‘জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি’
অনলাইন ডেস্ক

জামায়াত আমিরের নতুন বার্তা

ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি। জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’ news24bd.tv/NS
‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি’
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? আজ বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়াতে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আরও পড়ুন রিট খারিজ, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই ২২ মে, ২০২৫...
আর বাকি ২১ কর্মদিবস: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে লিখেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২১ কর্মদিবস। বুধবার (২১ মে) রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি পোস্ট দিয়ে সরকারকে স্মরণ করিয়ে দেন। পোস্ট হাসনাত লিখেন. জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২১ কর্মদিবস। ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে তরুণদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হয়ে ওঠে জুলাই ঘোষণাপত্র প্রকাশ। তবে ৯ মাস পার হলেও এখনো প্রতীক্ষিত ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। গত ১০ মে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। বিষয়টি আবারও মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা সরকার পতনের সক্রিয় ভূমিকা রাখা জাতীয় নাগরিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর