বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরো এক সপ্তাহ হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় বেলা ১১টায় থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হাসপাতালের চিকিৎসক এই পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো এক সপ্তাহ পর সিদ্ধান্ত জানাবেন কত তারিখের মধ্যে মহাসচিব বিমানে যাত্রা করতে পারবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি জানিয়েছেন। এর আগে, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। গত ১৪ মে মির্জা ফখরুলের বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে ফখরুল...
চিকিৎসকের পরামর্শ: হাসপাতালে থাকতে হবে মির্জা ফখরুলকে
অনলাইন ডেস্ক

উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি অনভিপ্রেত
নিজস্ব প্রতিবেদক

বিএনপি ও এনসিপির পক্ষ থেকে উপদেষ্টাদের পদত্যাগ দাবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ক্রমেই উত্তেজনা বাড়ছে। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে দুজন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি এবং এনসিপির পক্ষ থেকে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে অভিমত দিয়েছেন রাজনীতিবিদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বর্তমান পরিস্থিতি খুবই ঘোলাটে উল্লেখ করে মান্না বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা নেই। কিন্তু প্রধান সেনাপতি (সেনাপ্রধান) নির্বাচনের একটা ডেডলাইন (সময়সীমা) দিয়ে দিয়েছেন। এ বিষয়ে অবশ্য এখন পর্যন্ত সরকার কিছু বলেনি। আমি প্রথম থেকেই সরকারকে বলে আসছি যে সুশাসনের সঙ্গে রাজনীতি জড়িত। রাজনীতি বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। রাজনীতিকে উপেক্ষা করে দেশ শাসন করা সম্ভব নয়। কিন্তু...
ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত: জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের ৫ আগস্টের পরও ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত রয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বিচার সংস্কার ও নির্বাচনের একটি সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে নতুন বাংলাদেশ গঠনে শ্রমিকের অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘এই অভ্যুত্থান শ্রমিকের রক্তের ওপর দাঁড়িয়ে আছে।’ সরকারকে শ্রমিকদের অধিকারের প্রতি অধিক নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। কারণ বর্তমানে ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই।’ news24bd.tv/MR
‘এমন সংস্কার করবেন না যাতে করিডর হবে, বন্দর অন্যের হাতে চলে যাবে’
নিজস্ব প্রতিবেদক

অন্তবর্তী সরকারের তিন উপদেষ্টা নিজেরা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। আজ শুক্রবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাড়াও শীর্ষক মুক্ত প্রতিবাদসভায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। এসময় দেশে যে অস্থিরতা চলছে, তা কারা করছে, সেই প্রশ্ন রেখে বলেন, এ অস্থিরতার দায়ভার বিএনপি নেবে না। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, দেশে যেন একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এটার মূলহোতা কারা, কে সৃষ্টি করছেন, কারা নির্বাচন দেরিতে করতে চাচ্ছেন-এই বিষয়গুলো আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর