ইরানি ক্যাপ্টেন ও ক্রুদের ছেড়ে দিল ব্রিটেন

ইরানি তেলবাহী সুপার ট্যাংকার

ইরানি ক্যাপ্টেন ও ক্রুদের ছেড়ে দিল ব্রিটেন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানি তেলবাহী সুপার ট্যাংকার থেকে আটক ক্যাপ্টেন ও ক্রুদের মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত জিব্রাল্টারের পুলিশ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

শুক্রবার জিব্রাল্টার পুলিশ বিবৃতিতে বলেছে, জাহাজের ক্যাপ্টেনসহ তিন অফিসারকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। তবে জাহাজকে ঘিরে এখনো তদন্ত চলছে।

গত দু দিনে এসব ক্রুকে আটক করা হয় এবং তারা সবাই ভারতীয় নাগরিক।

গত ৪ জুলাই তেল ট্যাংকারটি আটক করার পর থেকে ইরান ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে।

ব্রিটেন দাবি করছে- অপরিশোধিত তেল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় জাহাজটি আটক করা হয়। তবে ইরান বলছে জাহাজটি সিরিয়ায় যাচ্ছিল না এবং সিরিয়ার কোনো বন্দরেই এ ধরনের জাহাজ ভিড়তে পারে না।

সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে। জাহাজটি আটকের পরপরই স্পেন জানায়, মার্কিন সরকারের অনুরোধে ব্রিটিশ সেনারা ইরানি জাহাজটি আটক করেছে। জিব্রাল্টারের মালিকানা নিয়ে ব্রিটেন ও স্পেনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর