লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। শনিবার দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে এই অভূতপূর্ব ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন রাজন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। প্রত্যক্ষদর্শীরা জানান, কমলনগর থানার উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র দাস দুপুরে রাজনকে আটক করলে খবর ছড়িয়ে পড়ে। এরপর এলাকার কয়েকশ নারী-পুরুষ ঘটনাস্থলে ছুটে এসে পুলিশের ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এবং রাজনের পক্ষে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ পুলিশ...
হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনতাই, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক

দলে ফিরলেন অব্যাহতিপ্রাপ্ত সেই নারী সমন্বয়ক, চালাবেন কার্যক্রমও
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সাংগঠনিক বিবেচনায় পুনরায় দলে ভেড়ানো হয়েছে। এখন থেকে তিনি পুরদমে সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করতে পারবেন। আজ শনিবার (২৪ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার (১৭ মে) এক আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই আদেশে বলা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আরও পড়ুন ড. ইউনূসের সরকারকে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় দেবো ২৪ মে, ২০২৫ আদেশে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ...
রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ। আগামীকাল রোববার (২৫ মে) সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার এ ঘোষণা দেওয়া হয়েছে। রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী জেলার সকল পেট্রোল পাম্প বন্ধ থাকবে। পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ থাকবে বলেও জানান তিনি। news24bd.tv/AH
ইমো ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে বহু টাকা হাতিয়েছে ওরা
লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক অ্যাকাউন্টের রিসিপ্ট প্রতারক চক্রের তিন হ্যাকারকে আটক করা হয়। পরে তাদেরকে মামলা দায়েরের জন্য থানায় সোপর্দ করা হয়। আজ শনিবার (২৪ মে) উপজেলার বিলমারিয়াতে রাত ৮টার দিকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার ও ব্যাংকের রিসিপ্ট প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ এবং জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন। এ সময় হ্যাকারদের কাছ থেকে অনেকগুলো সিম, মোবাইল ফোন, ল্যাপটপসহ মোটরসাইকেল জব্দ করা হয়। আরও পড়ুন দেশ নিয়ে নতুন খেলা ও ত্রিমুখী চক্রান্ত চলছে ২৪ মে, ২০২৫ লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর