দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য আর কোনো বয়সসীমা থাকছে নাএমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্তে পৌঁছানো হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশ নিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এখন থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীদের বয়সসীমা বিবেচনা করা হবে না। তবে প্রার্থীরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সময় বয়সের সীমাবদ্ধতা থাকবে। যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পাবেন, তারা সনদ হাতে গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবেন। এ বিষয়ে সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, বয়সসীমা দুইবার দেখা উচিত নয়।...
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়সসীমা থাকছে না
অনলাইন ডেস্ক

‘নিজের সাথে যুদ্ধ করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই’
অনলাইন ডেস্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন সজিব। জানা গেছে, কয়েকদিন আগে পড়াশুনার চাপ সইতে না পেরে শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন সজিব বাড়ৈ। শনিবার (২৪ মে) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ রোববার (২৫ মে) দুপুরে নিজ বাড়ির শ্মশানে নিহত সজীবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা ছিলেন সজিব। মৃত্যুর আগে সজীব একটি সুইসাইড নোট লিখে রেখে গেছেন, যেখানে তিনি লিখেছেন- নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার জানান, মানসিকভাবে...
আমরণ অনশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা। এছাড়া কয়েকজন শিক্ষার্থীকে সেলাইন দিয়ে অনশনরত দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৮ মাস ধরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি স্থগিত হয়ে রয়েছে। ফলে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন অনিশ্চয়তায় হুমকির মুখে পড়েছে। এর আগে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর শিক্ষার্থীরা স্বারকলিপি দিয়ে দফায় দফায় দাবি আদায়ে ভূমিকা নিশ্চিত করার কথা জানিয়ে আসলেও কোনো সমাধান হয়নি বলেও জানান শিক্ষার্থীরা। ফলে গতকাল শনিবার সকাল ১০ থেকে ৪টা পর্যন্ত ৬ ঘণ্টা অবস্থানের পর তারা আশ্বাস না পেয়ে আমরণ অনশনে বসেন।...
ডুয়েটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত, আবেদন শুরু ২৮ মে থেকে
অনলাইন ডেস্ক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী (২৮ মে) থেকে, এ প্রক্রিয়া চলবে আগামী ২০ জুন বিকাল ৪ টা পর্যন্ত। ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগষ্ট ২০২৫। ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে ২৪ জুলাই, এরপর থেকে যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। ২০২৩ ও তৎপরবর্তী সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ১ হাজার ৫শ টাকা আবেদন ফি প্রদান করে নির্ধারিত ওয়েবসাইটে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে। নির্ধারিত সিলেবাসের উপর ১ম ও ২য় পত্রে মোট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর