চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ। রোববার (২৫ মে) বিকেলে নিমতলা সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। পরে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে বিজিবি। পরে তাদেরকে দর্শনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সোনাইর খামার গ্রামে মৃত আবদুল্লাহ শেখের ছেলে হাসেন আলী (৫৭), হাসেন আলীর স্ত্রী হাছনা বেগম (৪৩), হাসেন আলীর ছেলে হান্নান মিয়া (১৬), মধ্য কুমরপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৪৬) ও রাঙা-কাজীপাড়া ভোগডাঙ্গা গ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৫১)। বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ডি-কোম্পানির নিমতলা বিওপির সদস্যরা দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে...
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন
চুয়াডাঙ্গা প্রতিনিধি

বেগম খালেদা জিয়াকে ৩৫ মণের ‘কালো মানিক’ উপহার দিতে চান কৃষক
অনলাইন ডেস্ক

ষাড়টির নাম রাখা হয়েছে কালো মানিক। সন্তানের মতো লালন-পালন করা হয় তাকে। কুচকুচে কালো রঙের ষাঁড়টিকে ভালোবেসে সবাই কালো মানিক বলে ডাকেন। গত বছর ষাঁড়টির দর উঠেছিল ১০ লাখ টাকা। কিন্তু বিক্রি করেননি কৃষক সোহাগ মৃধা। প্রায় ৩৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি বাজারে তুলবেন না তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শখের ষাঁড়টি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ। আদৌ ষাঁড়টি উপহার হিসেবে খালেদা জিয়া গ্রহণ করবেন কি না, জানেন না সোহাগ মৃধা। এরপরও ষাঁড়টি ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতিমধ্যে ৬০ হাজার টাকায় দুটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে। বাদক দল ও যাঁরা ষাঁড় নেওয়ার সময় ঢাকা যাবেন, তাঁদের জন্য বানানো হয়েছে বিশেষ গেঞ্জি। সঙ্গে থাকবে ব্যানার ও দলীয় প্রতীক ধানের শীষ। এখন ষাঁড়টি সাজানোর প্রস্তুতি চলছে। সোহাগের কালো মানিককে একনজর...
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মোছা. রুবিনা (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকার মো. মনিরের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে নিজ রান্নাঘরে রান্না করতে যান রুবিনা। এ সময় বৈদ্যুতিক হিটার মেশিনে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক হিটার মেশিনে বিদ্যুৎতায়িত হয়ে রুবিনার মৃত্যু হয়েছে।...
দুঃস্থদের চাল বিতরণ তালিকা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে দু:স্থদের (ভিজিএফ) চাল বিতরণের তালিকা নিয়ে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি হামলায় সাতজন আহত হয়েছে। রোববার উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের সামনে হামলার এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- ক্ষেতলাল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী (২৫), স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি জুয়েল ফকির (৪৫), রাজু (২৫), মাসুদ (৩৭), ছাব্বির হোসেন (১৮), শিহাব (১৮) ও আবু কাশেম (৪৭)। আহতদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমপুর ইউনিয়নে ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে কথা কাটাকাটির জের ধরে বিএনপি নেতা জুয়েল ফকিরের ওপর হামলা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পাল্টা হামলা করলে শিবির নেতা মোহাম্মদ আলী সহ কয়েকজন আহত হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর