ভাত দেবার মুরোদ নাই, কিল দেবার গোঁসাইবহুল প্রচলিত ও জনপ্রিয় এই খনার বচনটি যেন এখন এ দেশের মানুষের অনুভূতি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এ দেশের মানুষকে ন্যূনতম অর্থনৈতিক সহায়তা দিতে পারছে না। কিন্তু বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও টানাপড়েনে মানুষের জীবন অতিষ্ঠ। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হলো বেসরকারি খাত। অথচ এই বেসরকারি খাতকে গলা টিপে হত্যা করার আয়োজন চলছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ৭১-এ বুদ্ধিজীবী হত্যার মতো মেরে ফেলা হচ্ছে শিল্প-উদ্যোক্তাদের। একের পর এক হয়রানি, মিথ্যা মামলা এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে দেশের বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। দুদক, বাংলাদেশ ব্যাংক, মব সন্ত্রাসীরা যেন একযোগে অর্থনীতি ধ্বংসের খেলায় মেতে উঠেছে। সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে পারছে না,...
বেসরকারি খাতকে গলা টিপে হত্যার চেষ্টা চলছে
বিশেষ প্রতিনিধি

দেশের রিজার্ভ আরও বেড়েছে
অনলাইন ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ৫৮০ কোটি ডলার বা ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। এর আগে, চলতি মাসের ২২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার বা ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ২৭ কোটি ২৭ লাখ ডলার বা ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। উল্লেখ্য, নিট রিজার্ভ (প্রকৃত রিজার্ভ) গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।...
বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত
প্রেস বিজ্ঞপ্তি

বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ থেকে কমিয়ে ১৫০ টাকা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৭ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে প্রতি বছর ৪৫০ টাকা হারে আদায় করা বিও হিসাব ফি কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হবে। দ্রুত এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে। তিনি জানান, দেশের পুঁজিবাজারে বিও হিসাবের মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশন সভায়। এ বিষয়ে আইনি...
অন্তবর্তী সরকারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট রূপরেখা নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক

দেশে বৈষম্যবিরোধী আন্দোলন হলেও অন্তবর্তী সরকারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট রূপরেখা নেই বলে অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর তেজগাঁও বেসরকারি টেলিভিশন এনটিভি ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কেমন বাজেট চাই শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ৯ মাসে কমপক্ষে দেশের ২৭ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। যাদের মধ্যে ১৮ লাখই নারী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অভিযোগ করেন, এ বাজেটে মানুষের মতামত নেওয়া হয়নি। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, রপ্তানি বাজারে টিকে থাকতে নগদ প্রণোদনা না দিলে বিকল্প কি হবে, সেটা বাজেটে দেখতে চান তারা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসাবান্ধব একটি বাজেট দিতে চায় সরকার। তবে এবারের বাজেটে কর অব্যাহতি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর