ব্রহ্মপুত্র-ধরলা-তিস্তার পানি বাড়ছেই

কুড়িগ্রামে বন্যার চিত্র। ছবি- সংগৃহীত

ব্রহ্মপুত্র-ধরলা-তিস্তার পানি বাড়ছেই

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ধরলা ১০৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র ৯৮ সেন্টিমিটার, দুধকুমার নুনখাওয়ায় ৬৫ সেন্টিমিটার, ও তিস্তা নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর পানিও বাড়ছে। ফলে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান জানান, বর্তমান পরিস্থিতির কারণে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সব উপজেলাসহ জেলায় বন্যা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বন্যাসংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

(নিউজ টোয়োন্টিফোর/সূর্য্য/তৌহিদ)

সম্পর্কিত খবর