রাজশাহীতে গোলাগুলিতে ‘পদ্মায় পড়ে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

রাজশাহীতে গোলাগুলিতে ‘পদ্মায় পড়ে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় ‘পদ্মায় পড়ে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. আমিন (৩৫)। আজ মঙ্গলবার ভোরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের জানিয়েছে, নিহত আমিনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

এর মধ্যে পাঁচটিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের। মো. আমিন নগরীর উপকণ্ঠ হাড়ুপুর এলাকার বাসিন্দা।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৭৯ বোতল ফেনসিডিল, দেশীয় তৈরি একটি শুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল পদ্মা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির সময় পড়ে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন। এর কিছুক্ষণ পর গোলাগুলি থেমে যায়।

এর পর পুলিশ তল্লাশি শুরু করলে নদীর পাড়ে পানিতে আমিনকে পড়ে থাকতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নেন।

ওসি আরও বলেন, আমিনের শরীরে গুলির কোনো চিহ্ন নেই। তাই ধারণা করা হচ্ছে, গোলাগুলির সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি রামেকের মর্গে রাখা হয়েছে।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর