৪১ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল

৪১ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

৪১ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯০৯টি। আর একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান রয়েছে ৪১টি।

এবারের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে দিগুণেরও বেশি বেড়েছে। অন্যদিকে পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০১৮ সালের চেয়ে কমেছে।

সারাদেশের মোট ৮ হাজার ৯৮৫ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। যা গতবার ছিল ৮ হাজার ৯৪৫টি। এবার মোট কেন্দ্র ছিল ২৫৬০টি, যা গতবার ছিল ২৫৪০টি। এইসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন বিভিন্ন কারণে বহিষ্কার হয়েছেন ৬৬১ জন, যা গতবার ৮২৬ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর