বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

বেড়েছে পাসের হার

বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। ফল বিশ্লেষণে জানা যায়, এবার গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ, যা গতবারের চেয়ে ৭.২৯ শতাংশ বেশি। একই সঙ্গে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

এবার ১৮ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৮৬ জনে।

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এরমধ্যে পাস করেছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ফেল করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৫৭ জন।

শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯০৯টি এবং একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান ৪১টি।  

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর