সৌদি বিমানবন্দরে ইয়েমেনি ড্রোনের হামলা

ইয়েমেনি হামলার পর আবহা বিমানবন্দরে বিমান ওঠানামার কাজ বন্ধ করা হয়

সৌদি বিমানবন্দরে ইয়েমেনি ড্রোনের হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরবের জিজান বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ।

এ নিয়ে গত কয়েক ঘণ্টায় ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে চারদফা হামলা চালালো বলে প্রচার করেছে আল-মাসিরা টেলিভেশন চ্যানেল।

খবরে জানানো হয়, ইয়েমেনের সেনারা ও হুথি গেরিলারা আজ (বুধবার) কাসেফ-২ কম্ব্যাট ড্রোনের সাহায্যে জিজান বিমানবন্দরে হামলা চালায়।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ির বরাত দিয়ে আল-মাসিরা বলেছে, জিজান বিমানবন্দরের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইয়েমেনি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়।

এতে বিমানবন্দরের বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

গতকালও ইয়েমেনি সেনারা জিজান বিমানবন্দর ও আসির প্রদেশের কিং খালিদ বিমানবন্দরে ড্রোন হামলা চালায়। সৌদি আরবের হামলার জবাবে ইয়েমেন গত কয়েক মাস ধরে সৌদি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা জোরদার করেছে। সৌদি জোটের হামলার প্রতি আমেরিকাসহ পশ্চিমা বহু দেশ সমর্থন দিচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর