ওই ১১ পরিবারকে কোটি টাকা করে দিতে রিট

ট্রেনের ধাক্কায় বিধ্বস্ত মাইক্রোবাস।

ওই ১১ পরিবারকে কোটি টাকা করে দিতে রিট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

উল্লাপাড়ায় ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১১ জনের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

এর আগে গত ১৭ জুলাই আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রেল মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশে রেলওয়ের মহাপরিচালক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীকে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে গত ১৫ জুলাইয়ের ঘটনায় ক্ষতিপূরণ চাওয়াসহ নতুন করে রেলের লেভেল ক্রসিং নির্মাণ, অবৈধ লেভেল ক্রসিং বন্ধ, রেলের গেটম্যানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রেনের ছাদে যাত্রী তোলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়।

তবে ওই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিটটি দায়ের করা হলো।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর