‘তিন আইনজীবীর কেউ দাঁড়াননি মিন্নির পক্ষে’

আয়শা সিদ্দিকা মিন্নি ও তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর

‘তিন আইনজীবীর কেউ দাঁড়াননি মিন্নির পক্ষে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী ও আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তার পক্ষে কোনও আইনজীবী না দাঁড়ানোকে ‘প্রতিপক্ষদের ভয়’ বলছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমি তিনজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তাদের দাঁড়ানোর কথা ছিল। আমার মনে হয় প্রতিপক্ষদের ভয়ে তারা আমার মেয়ের পক্ষে দাঁড়াননি। ’

‘আমার মেয়েকে আদালতে হাজির করা হয়।

এসময় আদালতে মিন্নির পক্ষে অ্যাডভোকেট জিয়া উদ্দিন, গোলাম সরোয়ার নাসির ও গোলাম মোস্তফা কাদেরের  দাঁড়ানোর কথা ছিল। কিন্তু কী কারণে দাঁড়াননি আমি বলতে পারব না। তবে ধারণা করছি, প্রতিপক্ষের ভয়ে হয়তো কোনও আইনজীবী দাঁড়াননি। ’

তবে কোন প্রতিপক্ষের কারণে আইনজীবীরা দাঁড়াননি তার নাম বলেননি মোজাম্মেল হক কিশোর।

‘কোন প্রতিপক্ষ সেটা আপনারাই বুঝে নেন। আমি বলতে গেলে বরগুনায় থাকতে পারব না। এছাড়াও খুব অল্প সময়ের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে কারণেই হয়তো সব কাগজপত্র রেডি করা সম্ভব হয়নি। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর