'কাশ্মীর নিয়ে ভারতকে পস্তাতে হবে'

ছবি সংগৃহীত

'কাশ্মীর নিয়ে ভারতকে পস্তাতে হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেভাবে দিন দিন কাশ্মীর পরিস্থিতির অবনতি হচ্ছে, তাতে কাশ্মীর নিয়ে একগুঁয়ে মনোভাবের জন্য ভারতকে পস্তাতে হবে।

পাকিস্তানি গণমাধ্যম অ্যারাই নিউজকে কুরেশি বলেন, এই বৈঠক নিয়ে তারা যা আশা করেছিলেন তার চেয়ে বেশি ফলপ্রসূ হয়েছে। ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব তাদের আশাতীত ছিল।

কাশ্মীর যে একটা জ্বলন্ত সমস্যা এবং দ্রুত এর সমাধান হওয়া উচিত, তা প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন প্রেসিডেন্টকে বোঝাতে পেরেছেন বলেও জানান কুরেশি।

এরপরই তিনি বলেন, কাশ্মীর সমস্যা নিয়ে একগুঁয়ে মনোভাবের জন্য ভারতকে পস্তাতে হবে। কারণ যতদিন যাচ্ছে উপত্যকার পরিস্থিতির আরও ‘অবনতি’ হচ্ছে।

কাশ্মীর-সমস্যা নিয়ে গত সপ্তাহে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বৈঠকের পরই কাশ্মীর নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।


(নিউজ টোয়োন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর