সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু!

ফাইল ছবি

সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়ছে ঢাকাসহ দেশের ৫০ জেলায়। ঢাকার বাইরে ৬১১ জন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৯৬ জন।

পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদ সম্মেলনে আক্রান্ত ব্যক্তিদের ঢাকা না ছাড়ার পরামর্শ দেয়া হয়। এ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৪ জনে। এই অবস্থায় ডেঙ্গু রোগীদের নিয়ে যেন বাণিজ্য না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রাজধানীর প্রতিটি হাসপাতালেই একই চিত্র।

বেড থেকে শুরু করে বারান্দা সব জায়গায়ই ডেঙ্গু রোগী। দিন যতই যাচ্ছে, সংখ্যাটা ততই বাড়ছে। মহামারি হয়নি। তবে পথটা আশঙ্কাজনক।

ঢাকার অবস্থা এমনিতেই সঙ্গীন। তা আবার ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশজুড়ে। স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন জেলায় ৬১১ জন ডেঙ্গু আক্রান্তের খবর পেয়েছে। সংবাদ সম্মেলনে সে কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তা ঠেকাতে ব্যবস্থা নেয়ার কথাও বলেছে তারা।

ডেঙ্গুর এমন ভয়াবহতার আগাম বার্তা ঢাকার দুই সিটিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মার্চ মাসেই দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপরও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি তারা।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত প্রায় তিন হাজার রোগী হাসপাতালে ভর্তি। উত্তর সিটির মেয়র আক্রান্তদের দেখতে গিয়েছিলেন রাজধানীর সোহরাওয়াদী হাসপাতালে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর