জুমআর নামাজের সময় ‘ফ্রি পার্কিং বিল’ পাসের পথে

জ্যাকসন হাইটস মসজিদে সভায় বক্তব্য দিচ্ছেন কাউন্সিলম্যান কস্টা কন্সট্যানটাইনিডস। ছবি-এনআরবি নিউজ

জুমআর নামাজের সময় ‘ফ্রি পার্কিং বিল’ পাসের পথে

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

নিউইয়র্ক সিটির সকল মসজিদের আশপাশে জুমআর নামাজের সময় গাড়ি পার্কিংয়ের অবাধ অনুমতির বিল উঠেছে নিউইয়র্ক সিটি কাউন্সিলে। ‘প্রেয়ার ইক্যুইটি’ শিরোনামের এই বিল উত্থাপন করেছেন কুইন্সের সিটি কাউন্সিলম্যান কস্টা কন্সট্যান্টিনাইডস (ডেমক্র্যাট)।

উল্লেখ্য, এই সিটিতে বাংলাদেশিদের পরিচালনাধীন অর্ধ-শতাধিক মসজিদসহ দেড় শ মসজিদ রয়েছে। গুটিকতক মসজিদ বাদে সর্বত্র গাড়ি পার্কিংয়ের অবাধ সুযোগ নেই।

ফলে প্রায় শুক্রবারেই মুসল্লীগণকে জরিমানা গুণতে হয় বেআইনীভাবে গাড়ি পার্ক করার জন্যে। এ নিয়ে বেশ ক’বছর থেকেই কর্তৃপক্ষের সাথে দেন-দরবার চলছে। কিন্তু কার্যকর কোনো ফায়দা আসেনি।  

এহেন অবস্থার বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত এই কাউন্সিলম্যান সিটি কাউন্সিলে বিল উত্থাপন করলেন।

এ প্রসঙ্গে এই কাউন্সিলম্যানের অফিসে কর্মরত বাংলাদেশি জয় চৌধুরী জানান, বিলটি পাশ হলে জুমআর নামাজের সময় অর্থাৎ বেলা ১২টা থেকে দুটা পর্যন্ত মসজিদের সামনে ও আশপাশের রাস্তায় মুসল্লীরা গাড়ি পার্ক করার সুবিধা পাবেন। ওই সময়ে পার্কিং মিটার সাসপেন্ড থাকবে। এই বিলে শুধুমাত্র জুমআর নামাজের প্রসঙ্গ উল্লেখ করা হলেও তা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সময়েও কার্যকর হবে।

উল্লেখ্য, খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায়ের জন্যে শনি ও রোববার তাদের সিনেগগ এবং চার্চের সামনে ও আশপাশে পার্কিং মিটার সাসপেন্ডের বিধি অনেক আগেই চালু হয়েছে।

মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এমন একটি উদ্যোগ গ্রহণের জন্যে কাউন্সিলম্যান কস্টাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজ নিজ কাউন্সিলম্যানের সাথে এ নিয়ে দেন-দবারের আহবানে ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস মসজিদে এক সুধী সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন- কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি এ্যাক্টিভিস্ট মোর্শেদ আলম, মাজেদা এ উদ্দিন এবং রাসেল কবীর, কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহিম হাওলাদার, আব্দুল মুকিত চৌধুরী, শাহনেওয়াজ, মাকসুদ এইচ চৌধুরী, পুলিশ অফিসার শামসুল হক, রাশেদ আহমেদ, মসজিদের কর্মকর্তা এম এ হাকিম ও জাফর চৌধুরী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর