'ডেঙ্গু মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে'

ফাইল ছবি

'ডেঙ্গু মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ‘রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কিছু সমস্যা দেখা দিয়েছে; সেটা হলো-ডেঙ্গু প্রভাব। ডেঙ্গু প্রভাবমুক্ত করার জন্য আমি কতগুলো নির্দেশনা দিয়েছি।

আমি মনে করি- আমাদের পার্টির প্রতিটি মানুষ নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।

‘এর পাশাপাশি দেশবাসীকেও দায়িত্বশীল হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে মশার বংশবিস্তার যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিজেকে সুরক্ষিত রাখা, পরিবারকে সুরক্ষিত রাখতে হবে।

বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা রক্ত দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেশের প্রয়োজনে তিনি রক্ত দেবেন। তিনি ঠিকই রক্ত দিয়েছিলেন। তার সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের মধ্য দিয়ে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর