মমেকে ২৪ ঘণ্টায় ৩৬ ডেঙ্গু রোগী ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তরা

মমেকে ২৪ ঘণ্টায় ৩৬ ডেঙ্গু রোগী ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরো ৩৬ জন। এর মধ্যে পুরুষ ২৭, নারী তিন ও শিশুর সংখ্যা ছয়জন।  

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

সব মিলিয়ে মমেক হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন ২২১ জন। তবে এদের মধ্যে কেউই আশঙ্কাজনক নন বলে জানিয়েছেন সহকারি পরিচালক ডা. এ বি এম শামছুজ্জামান।

এদিকে জামালপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জন, শেরপুরে ১৬ জন ভর্তি হয়েছেন। ওই দুই জেলায় সর্বমোট ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বলে ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) আবুল কাশেম নিশ্চিত করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)

সম্পর্কিত খবর