বন্যা পরবর্তী সময়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

বন্যা পরবর্তী সময়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম 

কুড়িগ্রামে বন্যা পরবর্তী সময়ে বন্যা দুর্গত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী শুলকুর বাজার এলাকায় এবং শনিবার দুপুরে ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া গ্রামে দেড় হাজারেরও অধিক রোগীকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।

ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসক আব্দুল হালিমের নেতৃত্বে ৮ সদস্যের বিশেষজ্ঞ ডাক্তারসহ ২৫জন স্বাস্থ্যকর্মী এই স্বাস্থ্যসেবায় অংশনেন। হালিমা স্বাস্থ্যসেবা কেন্দ্র কুড়িগ্রাম এই কার্যক্রমের আয়োজন করে।

ফ্রি-মেডিকেল ক্যাম্পে কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অস্থায়ী মেডিকেল ক্যাম্পে বেশিরভাগ রোগী বন্যা পরবর্তী সময়ে আমাশয়, জ্বর, ডায়েরিয়া ও চর্ম রোগে ভুগছিলেন। এসব রোগীদেরকে প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে সরবরাহ করা হয়।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর